28 C
Durgapur
Wednesday, June 23, 2021

ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্ট দুর্গাপুর ইউনিটের উখরা শাখা সংগঠনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি , দুর্গাপুর , জেলার খবর : ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্ট দুর্গাপুর ইউনিটের উখরা শাখা সংগঠন কার্যালয়ের উদ্ভোদন হলো । এখানে বিভিন্ন মানুষের সমাগম ঘটেছিল ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর শাখার সভাপতি সুভাষ চন্দ্র মিশ্র, সম্পাদক অয়ন মুখার্জী, কোষাধক্ষ্য চিত্তরঞ্জন গরাই ও অন্যান্য সাংবাদিক বৃন্দ ।

সাংবাদিকদের (journalist) মৌলিক অধিকার রক্ষার জন্য এই সংগঠন দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে, দুর্গাপুর ইউনিট এর সদস্য সংখ্যা বর্তমানে ৩৫ এর অধিক, সাংগঠনিক আলোচনা করতে গিয়ে সম্পাদক বলেন ,সাংবাদিকতা করতে গিয়ে আমরা যে সব সমস্যার সম্মুখীন হই তার স্থায়ী সমাধান করাই সংগঠনের মূল কাজ হবে, সংগঠনের সদস্য সংখ্যা বাড়ানোর ওপর জোর দিয়ে সকলকে এক ছাদের তলায় আসার আহ্বান জানান তিনি ।

west bengal union of journalist .

ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট ( NUJ India ) এর শাখা সংগঠন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্ট । এই ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট ( NUJ India ) সারা ভারতবর্ষে নানান জায়গায় ছড়িয়ে আছে এবং এই সংবাদ মাধ্যমের কর্মরত সাংবাদিকদের ( journalist) সংখ্যা প্রচুর এবং প্রত্যেকটি সাংবাদিক অক্লান্ত পরিশ্রম করে এবং দিনরাত্রি এক করে মৌলিক সুরক্ষার ওপর কাজ করে চলেছেন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে । এই সমাজে প্রত্যেকটি মানুষের সুখ , দুঃখ ও ভালমন্দের সাক্ষী একমাত্র এই সংবাদ মাধ্যম । এই সংবাদ মাধ্যমের দ্বারা সমস্ত খবর দেশে , বিদেশে নানান ভাবে ছড়িয়ে পরে ।

এই মুহূর্তে

x