12.4 C
Durgapur
Thursday, January 28, 2021

একাধিক দাবিতে বিক্ষোভে সামিল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজের পড়ুয়ারা

নরেশ ভকত, বাঁকুড়াঃ পরীক্ষা ভালো হয়েছে অথচ নম্বর কম ! এমনি অভিযোগ তুলে বৃহস্পতিবার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখাল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা (Students)।

তাদের অভিযোগ, তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের যে রেজাল্ট প্রকাশ করা হয়েছে তা অজস্র ভুলে ভরা।
অভিযোগ, যে এমন অনেক ছাত্র-ছাত্রীর (Students) নম্বর কম এসেছে যদিও তারা খুব ভালো পরীক্ষা দিয়েছিল । আবার এমনও বহু পড়ুয়ারা (Students) ভালো পরীক্ষা না দেওয়া সত্ত্বেও বেশি নম্বর পেয়েছে।

আশানুরূপ রেজাল্ট না হওয়ায় অনেকেই বিশ্ববিদ্যালয়ের রিভিউ সিস্টেমের ওপর ভরসা রাখতে পারছে না । তাছাড়া এই করোনার সময়ে সকলের পক্ষে রিভিউ করার অর্থ দেওয়ার সামর্থ্যটুকুও নেই। এই পরিস্থিতিতে বিনামূল্যে রিভিউ করার দাবি জানিয়ে এদিন বিক্ষোভ দেখায় কলেজ পড়ুয়ারা (Students)।

সেই সঙ্গে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজে সমস্ত রকম ফিস মকুবের দাবিও জানানো হয় । দাবি না পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্র-ছাত্রীরা (Students)।

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink ko cuce