উদয় সিং,বারাবনি: বারাবনি ব্লকের পানুড়িয়া মুচিপাড়া থেকে হাটতলা হয়ে বাঁনধাওড়া পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করলেন বিধায়ক (MLA) বিধান উপাধ্যায় । মঙ্গলবারের এই কৰ্মসূচিতে বিধায়কের (MLA) সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অসিত সিংহ।
জেলা পরিষদের তহবিল থেকে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মাণ করা হবে বলে জানা গেছে। রাস্তাটি হবে কিছুটা পিচ ও কিছুটা ঢালাইয়ের । এই প্রসঙ্গে বারাবনি বিধায়ক (MLA) জানান , মানুষের চাহিদা ছিলো এই রাস্তার। তাই মানুষের সুবিধার্থে এই রাস্তাটি জেলা পরিষড তহবিল থেকে নির্মাণ করা হলো।
এরই সাথে পানুড়িয়া জলটাঙ্কি সংলগ্ন এলাকায় একটি দলীয় কার্যালয় নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।