29 C
Durgapur
Friday, May 7, 2021

বড়জোড়ায় অনুষ্ঠিত হল শারদ সম্বর্ধনা ২০২০

নরেশ ভকত, বাঁকুড়াঃ বড়জোড়া (Barjora) বিজয়া ময়দানে অনুষ্ঠিত হল শারদ সম্বর্ধনা ২০২০। করোনা আবহে পুজো হওয়ায় উদযাপনে পরিবর্তন আসলেও প্রতি বছরের মতো এবছরও বড়জোড়া গ্রাম পঞ্চায়েত এই অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠান থেকে এলাকার দৃষ্টিহীন যুবক-যুবতীদের অর্থ সাহায্য করা হয়। এছাড়াও বড়জোড়া (Barjora) গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্গাপুজা কমিটিগুলিকে মাস্ক, স্যানিটাইজার ও পোস্টার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরুপ চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুখেন বিদ, বিডিও ভাস্কর রায়, আইসি বিশ্বজিৎ মুখোপাধ্যায়, বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের চেয়ারম্যান অলোক মুখোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পোড়েল, কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ, জহর বন্দ্যোপাধ্যায় , বড়জোড়া (Barjora) গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবর, উপপ্রধান পার্থ গুঁই , গোপাল দে প্রমুখ।

এই মুহূর্তে

x