29 C
Durgapur
Friday, May 7, 2021

নামছে পারদ , দক্ষিণবঙ্গে ব্যাটিং শুরু শীতের

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: নভেম্বরের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে ব্যাটিং শুরু করে দিয়েছে শীত (Winter) । গত ৩-৪ দিন ধরেই নামছে তাপমাত্রা , সেই সঙ্গে শীতের আমেজও অনুভূত হচ্ছে। রাতের দিকে অনেকটাই নেমে যাচ্ছে তাপমাত্রার পারদ।

পুরুলিয়া থেকে পানাগড় শীতের (Winter) আমেজ স্পষ্ট হচ্ছে জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতাতেও পারদ নেমেছে। গত তিন দিনে ৫ ডিগ্রির বেশি নেমেছে কলকাতার তাপমাত্রা। রবি-সোমবার তাপমাত্রা আরও নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাহাড়েও শীতের (Winter) আমেজ ভালই টের পাওয়া যাচ্ছে।

তবে চলতি সপ্তাহে রাজ্য জুড়ে তাপমাত্রা নামলেও দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়তে এখনো কিছুটা সময় লাগবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর । আগামী সপ্তাহে ফের তাপমাত্রা বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে । অর্থাৎ জমিয়ে শীত পড়তে এখনো কিছু দিনের অপেক্ষা।

উল্লেখ্য ,আজ সকালে আসানসোলের তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস, পানাগড় ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া ১৫.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুর ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস।

এই মুহূর্তে

x