সুকুমার বন্দ্যোপাধ্যায়,বাঁকুড়া: অদৃশ্য করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে বিশ্ব।মারণ ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচার পথ অনুসন্ধান করছেন তাবড় তাবড় দেশের বিজ্ঞানীরা। কিন্তু এখনো মেলেনি সমাধান।প্রতিদিনই পৃথিবী জুড়ে চওড়া হচ্ছে করোনার থাবা।লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। তারইমধ্যে চলছে বেঁচে থাকার লড়াই।
দেশ জুড়ে চলছে লকডাউন । করোনা ত্রাসে দুমাসেরও বেশি সময় ধরে গৃহবন্দী সাধারণ মানুষ । বন্ধ রয়েছে ট্রেন, বাসের মতো গণপরিবহন মাধ্যম। রোজগারের পথও তাই বন্ধ বাউল শিল্পীদের । এমন অবস্থায় পেটেও পড়েছে টান । এবার এই মানুষগুলোর পশে ত্রাতার ভূমিকায় এগিয়ে এলো সারা বাংলা লোক প্রসার শিল্পী সংগঠন । রবিবার বেলবনীর আশ্রমে সারা বাংলা লোক প্রসার শিল্পী সংগঠনের ডাকে পাঁচশো জন দু:স্থ , অসহায় শিল্পীর হাতে চাল ,ডাল সহ রেশন সামগ্ৰী তুলে দেন নেতৃত্বে থাকা বাউল শিল্পী পিন্টু সূর।
একটা সময় এই সব শিল্পীদের লোক প্রসার শিল্পীর মর্যাদা দিয়েছিল সরকার , হাতে এসেছিল শিল্পীর ভাতা । ফলে অনটন ঘুচেছিলো কিছুটা ।কিন্তু এখন করোনার আতংক কেড়ে নিয়েছে অন্ন,অনিশ্চিত করে দিয়েছে রুটিরুজি । তাই,অভাব দরজায় কড়া নাড়ছে । তবে হাজারো প্রতিকূলতা কেড়ে নিতে পারেনি সুর,স্বর আর ডুগি-একতারার বোল । তাই আজও গলা ছেড়ে গান ধরেন তারা। করোনা সচেতনতার প্রচারে গ্রামে গ্ৰামে এখনো ঘুরে গান গেয়ে বেড়ান ।নিজেদের শত সমস্যার মাঝে এইভাবে সমাজ বদলানোর স্বপ্ন দেখেন জেলার এই লোক শিল্পীরা ।