30.2 C
Durgapur
Sunday, August 1, 2021

করোনা আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: করোনা (Covid-19) আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । শুক্রবার রাতে জ্বর নিয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি ।

গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন , সেই কারণে বাড়িতেই গৃহবন্দী ছিলেন। এর মধ্যে একাধিক দলীয় কর্মসূচিও বাতিল করেছেন । জ্বরের সাথে হালকা শ্বাসকষ্ট হচ্ছিল সাংসদের। শেষ পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁর করোনা পরীক্ষা করানো হয়। (Covid-19) করোনা রিপোর্ট পজিটিভ আসার পরেই সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দিলীপ ঘোষকে। জানা গেছে, হাসপাতালের এইচডিইউতেচিকিৎসাধীন রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

দিন কয়েক আগেই বিজেপির নবান্ন অভিযানে সক্রিয় ভাবে অংশ নিয়েছিলেন দলের রাজ্য সভাপতি। বিজেপি কর্মী সমর্থকদের ঢল নেমেছিল রাজপথে। সেখানে ভিড়ে অনেকেই মাস্কও ব্যবহার করেন নি। এই কর্মসূচির পরেই অসুস্থতার খবর মেলে খড়্গপুরের সাংসদের।

এই মুহূর্তে

x