28 C
Durgapur
Friday, May 7, 2021

জাতীয় স্তরে যোগা প্রতিযোগিতায় সেরা নির্বাচিত সোনামুখীর জোড়া প্রতিভা

নরেশ ভকত,বাঁকুড়াঃ জাতীয় স্তরে যোগা (Yoga) প্রতিযোগিতায় সোনা জিতে বাঁকুড়া জেলার পাশাপাশি সোনামুখীর নাম উজ্জ্বল করল সিভিক ভলান্টিয়ার শ্যামসুন্দর গোলদার । সোনাজয়ী শ্যামসুন্দর সোনামুখী শহরের শ্যামবাজারের বাসিন্দা । জাতীয় স্তরে ফেডারেশন যোগা (Yoga) স্পোর্টস কাপ ২০২০ প্রতিযোগিতায় সোনা জেতেন তিনি । ভারত সরকার অনুমোদিত যোগা ফেডারেশন অফ ইন্ডিয়া কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় সিনিয়র পুরুষ বিভাগে শতাধিক প্রতিযোগীকে হারিয়ে দেশের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন সোনামুখীর এই ছেলে।

তবে সাফল্যর এই পথ এতটাও সহজ ছিল না । সিভিক ভলান্টিয়ারের ডিউটি শেষ করে দাদার মুদি দোকানে দাদার সাথে হাত লাগাতে হয় তাকে । পাশাপাশি বাড়ির সবজি বাজার করা থেকে জল তোলা সবকিছুই নিজে হাতে সামলায় । এতকিছুর মাঝেও নিজের অনুশীলন চালিয়ে গিয়ে আজ সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছে সে ।

একইভাবে সোনামুখীর নাম উজ্জ্বল করেছে সোনামুখী শহরের সিদ্ধেশ্বর তলার এক গৃহবধূও , নাম পল্লবী সেন । এই প্রতিযোগিতায় তিনি ব্রোঞ্জ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন । তিনিও সংসার , সন্তান সামলে এই কৃতিত্ব গড়েছেন।
ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসার পাশাপাশি ছেলেকে পড়াশোনা করানো, রান্নাবান্না করা সবকিছুই নিজের হাতে সামলান এই গৃহবধূ ।

গত ১৫ তারিখ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনলাইনে এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল । গত রবিবার বিকেলে তার ফলাফল ঘোষিত হয়েছে । ফলাফল ঘোষণা হতেই সোনামুখীর এই দুই পরিবারের সদস্যদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে । পাশাপাশি তাদের ধন্যবাদ জানিয়েছেন সোনামুখী থানার আধিকারিক চয়নকুমার ঘোষ ।

সোনামুখীর যোগ (Yoga) প্রশিক্ষক নীরব দে বলেন , প্রতিযোগিতাটি জেলা থেকে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত অনুষ্ঠিত হয় । চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতাটি তামিলনাড়ুতে হওয়ার কথা ছিল। কিন্তু এবছর করোনা পরিস্থিতির জন্য তা হয়নি । অনলাইনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোনামুখীর শ্যামসুন্দর ও পল্লবী জাতীয় স্তর পেরিয়ে আন্তর্জাতিক স্তরে অংশ নেওয়ার জন্য ছাড়পত্র পেয়েছেন । স্বাভাবিকভাবেই সোনামুখী শহরবাসী হিসেবে আমরা অত্যন্ত গর্বিত ।

শ্যামসুন্দর গোলদার জানায় , ছোটবেলা থেকেই যোগ (Yoga) অনুশীলন করে আসছি বর্তমানে সিভিক ভলেন্টিয়ারের চাকরির ফাঁকে প্রতিদিন সকালে নিয়মমাফিক অনুশীলন করি । তবে আশা করেছিলাম প্রতিযোগিতায় কোন একটা পদক পাবো, তবে স্বর্ণপদক মিলবে আশা করিনি । অন্যদিকে পল্লবী সেন বলেন, জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য পেয়ে আমি আনন্দিত। পরবর্তী সময়ে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সাফল্য পেতে সব ধরনের প্রচেষ্টা আগামীদিনে চালিয়ে যাব ।

এই মুহূর্তে

x