ডিজিটাল ডেস্ক, জেলার খবর: গ্রাহকদের সুবিধার্থে শিল্পাঞ্চল দুর্গাপুরে সুপার সার্ভিস স্টেশন চালু করল ভারত পেট্রোলিয়াম (Bharat Petroleum)। দুর্গাপুরের এ-জোনের রামমোহন এভিনিউতে এই অত্যাধুনিক নেক্সটজেন ‘স্মার্টড্রাইভ’ অ্যাপ্লিকেশনটি চালু করা হয় । বিপিসিএল-এর মাধ্যমে রিফ্রেশড, রি-ইঞ্জিনিয়ারড, ভারত পেট্রোলিয়ামের এই স্মার্টড্রাইভ অ্যাপ্লিকেশন (Bharat Petrleum) ইতিমধ্যেই জামশেদপুর, বরেলি, দেরাদুন, গোরক্ষপুর, উদয়পুর, বেলগাঁও, এরনাকুলাম, গুলবার্গা, মাদুরাই, বিজয়ওয়াদা, গোয়ালিয়র, মনমাদ সিটিতে চালু হয়েছে ।
এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে গ্রাহকরা আউটলেটে উপলব্ধ QR কোড স্ক্যান করে ডিজিটাল মোডে লেনদেন করতে পারবেন। এই ডিজিটাল লেনদেন প্রক্রিয়া কোভিড পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং স্পর্শহীন নগদ প্রদানে বিশেষ ভূমিকা নেবে।
এই অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের জন্য রয়েছে ০.৭৫% ক্যাশব্যাক অফার। গুগল প্লে বা অ্যাপ স্টোর থেকে
অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন গ্রাহকরা । মঙ্গলবার অ্যাপ্লিকেশনটির উদ্বোধন করেন টিএম ভি ডারলং, টিসি সঞ্জয় এক্কা, এসও রাহুল কুমার, ইও দেবব্রত সিংহ ।