28.5 C
Durgapur
Thursday, June 24, 2021

করোনার (corona) জেরে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে পার্শ্ববর্তী দেশ ভুটানের গেট

করোনার (corona) জেরে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে পার্শ্ববর্তী দেশ ভুটানের গেট

সম্পা ভট্টাচার্য ,মালবাজার, জলপাইগুড়িঃ করোনার (corona) জেরে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে পার্শ্ববর্তী দেশ ভুটানের গেট। পার্শ্ববর্তী দেশ থেকে যাতায়াত বন্ধ থাকায় চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন ধূপগুড়ি ব্লকের শেষ প্রান্তে অবস্থিত ভারত ভুটান সীমান্তের ছোট্ট জনপদ নিউ চামূর্চির ব্যাবসায়ীরা। নিউ চামূর্চির বাজার নির্ভর করে ভুটানের সামসি শহরের ওপর। কিন্তু গতবছর মার্চ মাস থেকে বন্ধ রয়েছে ভুটানের গেট। ফলে ভুটানের বাসিন্দারা আসতে পারছেন না এদেশে। যার ফলে মার খাচ্ছে ব্যবসা। গতবছর সেপ্টেম্বর এর দিকে লকডাউন উঠে গেলে ফের একবার চাঙ্গা হতে থাকে ডুয়ার্সের ব্যাবসা ও জনজীবন।কিন্তু নিউ চামূর্চির অবস্থার কোনো পরিবর্তন হয়নি। কেননা শুধু আনলক হলেই নয়, খুলতে হবে ভুটানের গেট তবেই হাল ফিরবে তাদের। ভুটানের গেট খোলার আশায় দিন কাটাচ্ছিলেন সকল ব্যাবসায়ীরা এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ সব হিসেব ওলোটপালট করেদিল।অনেকেই এরই মধ্যে ব্যাবসা গুটিয়ে অন্যত্র চলে গিয়েছে। নিউ চামূর্চি এলাকার বাসিন্দাদের একটাই দাবী দুই দেশের প্রসাশনের শীর্ষ আধিকারিকরা বসে সমস্ত কোভিড প্রটোকল মেনে এই গেট খোলার একটা ব্যাবস্থা করুক। তবে সব সমস্যা কাটিয়ে কবে খুলবে ভুটানের গেট সেই উত্তর এখনো অধরা।

The gates to neighboring Bhutan have been closed for more than a year due to the corona

এই মুহূর্তে

x