28 C
Durgapur
Friday, May 7, 2021

বিহারে প্রত্যাবর্তন না পরিবর্তন ? চলছে হাড্ডাহাড্ডি লড়াই

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: চলছে বিহার বিধানসভা নির্বাচনের (Bihar election) ভোটগণনা। সকাল ৮ টা থেকে ৫৬ টি ভোট কেন্দ্রে গণনা শুরু হয়েছে। সময়ের সাথে সাথে চড়ছে উত্তেজনার পারদ।

গণনার শুরুতে বিজেপি-জেডিইউর এনডিএ জোটকে পিছনে ফেলে আরজেডি-বাম-কংগ্রেসের মহাজোট এগিয়ে থাকলেও সময়ের সাথে সাথে বদলাচ্ছে পরিস্থিতি। ২৪৩ আসনের বিহার বিধানসভায় (Bihar election) ম্যাজিক ফিগার ১২২ , ইতিমধ্যেই ১২৫টিরও বেশি আসনে এগিয়ে ম্যাজিক ফিগার টপকে গেছে এনডিএ।

বেলা সাড়ে ১১ টা নাগাদ ট্রেন্ড অনুযায়ী এনডিএ জোট এগিয়ে ১৩১ আসনে , মহাজোট ১০০ আসনে এগিয়ে , বাকিরা এগিয়ে ১২ আসনে। এনডিএ জোটের মধ্যে জেডিইউ এগিয়ে ৫২আসনে আর বিজেপি ৭৩ আসনে এগিয়ে।

অন্যদিকে মহাজোটের মধ্যে আরজেডি ৫৯ ,কংগ্রেস ২১ আর বামেরা ১৯ আসনে এগিয়ে। মায়াবতীর বহুজন সমাজ পার্টি এগিয়ে রয়েছে ২ টি আসনে, ওয়াইসির দল এগিয়ে রয়েছে ২ টি আসনে। চিরাগ পাসোয়ানের দল এগিয়ে রয়েছে ৫ টি আসনে।

নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী এখনো পর্যন্ত মাত্র ১৫ শতাংশ ভোট গণনা হয়েছে। চলছে হাড্ডাহাড্ডির লড়াই। শেষ পর্যন্ত বিহার দখলে শেষ হাসি হাসবে কে সেটাই এখন দেখার।

এই মুহূর্তে

x