28 C
Durgapur
Monday, June 14, 2021

জাতীয় সড়কে বাইক ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ (accident), মৃত 1 আহত 1

জাতীয় সড়কে বাইক ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ (accident),মৃত 1 আহত 1

নরেশ ভকত, বাঁকুড়াঃ বাঁকুড়া রানিগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কের মেজিয়া রেল ব্রিজে পথদুর্ঘটনা (accident), পথদুর্ঘটনায় মৃত ১ আহত ১। আজ সকাল দশটা নাগাদ ঘটে দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর পুরুলিয়ার সাতুরি এলাকার বাসিন্দা জয়ন্ত হাড়ি বাইকে করে তার আত্মীয় বাড়ি বল্লভপুর থেকে মেজিয়া রেল ব্রিজ হয়ে  সাতুরি যাচ্ছিলেন। বাইকের পেছনে ছিলেন আরেক বাইক সাওয়ার। মেজিয়া রেল ব্রিজের কাছে উল্টো দিক থেকে আসা একটি মারুতি ভ্যানের সাথে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান বাইক চালক জয়ন্ত হাড়ি। পিছনের বাইক সাওয়ার গুরুতরভাবে আহত হলে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মেজিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে। দেহটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাবে পুলিশ।

এই মুহূর্তে

x