28.5 C
Durgapur
Thursday, June 24, 2021

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবার বিষ্ণুপুরের কোভিড (covid) আক্রান্তদের পাশে পৌরসভা

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবার বিষ্ণুপুরের কোভিড (covid)আক্রান্তদের পাশে পৌরসভা

নরেশ ভকত বাঁকুড়াঃ করোনা (covid) আক্রান্তদের পাশে এবার বিষ্ণুপুর পৌরসভা। শনিবার দুপুরে ‘অর্পণ কিট’ নিয়ে শহরের ১৫ নম্বর ওয়ার্ডে হাজির হলেন বিষ্ণুপুর পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়, প্রশাসক বোর্ডের সদস্য গৌতম গোস্বামী এবং বিষ্ণুপুর মহকুমাশাসক অনুপ কুমার দত্ত। সেল্ফ আইসোলেশনে থাকা কোভিড(covid) রোগীদের হাতে ওই কিট তুলে দেওয়া হয়। যাতে রয়েছে বিভিন্ন ধরণের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, কোভিড নিরাময়ের কিছু ওষুধ সহ হেলথ ড্রিনক, ডিম, বিস্কুট, টুথপেষ্ট, ব্রাশ,সাবান ইত্যাদি। প্রতিটি কিটে ১০-১২ দিনের মতো সামগ্রী দেওয়া হয়েছে।

এদিন দিব্যেন্দুবাবু বলেন ‘আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড রোগীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তাই তাঁর অনুপ্রেরণায় এবং নির্দেশে আমরা করোনা আক্রান্ত রোগীদের জন্য তাঁদের সহায়ক কিছু সামগ্রী দিয়ে ‘অর্পণ’ নামে একটি সম্পূর্ণ কিট হাতে তুলে দিয়েছি। যেখানে হেলথ ড্রিনক সহ কোভিড রোগীদের দ্রুত সেরে ওঠার জন্য প্রয়োজনীয় ওষুধ ও পরিচ্ছন্ন থাকার মত সামগ্রী দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের লিস্ট অনুযায়ী পৃথক বাস অবস্থায় বাড়িতে থাকা রোগীদের এই কিট প্রদান করা হচ্ছে। শহর করোনা মুক্ত না হওয়া পর্যন্ত পৌরসভার এই কর্মসূচি এখন চলবে।’

এই মুহূর্তে

x