31.2 C
Durgapur
Thursday, June 24, 2021

খেলা দেখাতে গিয়ে দিদি বিছানায় শুয়ে পড়েছেন পাত্রসায়রে বললেন সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামী

খেলা দেখাতে গিয়ে দিদি বিছানায় শুয়ে পড়েছেন পাত্রসায়রে বললেন সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামী

নরেশ ভকত, বাঁকুড়াঃ সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামী শনিবার পাত্রসায়ের ব্লকের কাকর ডাঙ্গা মোড় এলাকায় শেষ ঠিকানা আশ্রমের শ্মশান কালী মন্দিরে পুজো দেন । দলীয় কর্মীদের সাথে নিয়ে সোনামুখী বিধানসভার বিভিন্ন প্রান্তে জোর কদমে ভোটের প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি এবং সেমতই শেষ ঠিকানা আশ্রমে শ্মশান কালী মন্দিরে দলীয় কর্মীদের সাথে নিয়ে পৌঁছে যান এবং সেখানে পুজো দেন তিনি ।

Divakar Gharami

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খেলা হবে প্রশ্নের উত্তরে দিবাকর ঘরামী বলেন , খেলা হবে ওদের এসব উল্টোপাল্টা ভাষণ মানুষ অনেক শুনেছে । কি খেলা হবে সেটা উনারাই জানেন । খেলা দেখাতে গিয়ে দিদি বিছানায় শুয়ে পড়েছে । তবে খেলা একটাই হবে সেটা গেরুয়া আবিরের খেলা হবে বলে তিনি জানান । এছাড়াও তিনি বলেন 2021 সালে আমরা সোনার বাংলা গরব শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে নির্বিঘ্নে ভোট হবে তখন এত কেন্দ্রীয় বাহিনীও লাগবে না ।

এই মুহূর্তে

x