31.3 C
Durgapur
Monday, July 26, 2021

জামুড়িয়ায় ‘থানা ঘেরাও’ কর্মসূচি পালন বিজেপির

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের খুন অত্যাচার ও হেনস্থার প্রতিবাদে সোমবার থানা (Police Station) ঘেরাও কর্মসূচির ডাক দেয় রাজ্য বিজেপি।

সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন থানাতেও (Police Station) ‘থানা ঘেরাও’ কর্মসূচি গ্রহণ করে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ সোমবার জামুড়িয়া মণ্ডলের নিরঞ্জন সিং ও রানা ব্যানার্জির নেতৃত্বে থানা (Police Station) ঘেরাও ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয় ৷

এই কর্মসূচির প্রসঙ্গে রানা ব্যানার্জি জানান, রাজ্য জুড়ে বিজেপিকর্মীদের চক্রান্ত করে হত্যা সহ নানা মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে ৷ পুলিশ-প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে ৷ রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হওয়ায় ৩৫৬ ধারা লাগু করার প্রয়োজন হয়ে পড়েছে এরাজ্যে ৷ এই সব কারণেই এদিন বিজেপির তরফে থানা (Police Station) ঘেরাও ও স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে ৷

এই মুহূর্তে

x