মনোজিৎ গোস্বামী , কাঁকসা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিবস উপলক্ষে ৭ দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিজেপি । যার নাম দেওয়া হয়েছে সেবা সপ্তাহ (Seva Saptah) । সেই মোতাবেক রবিবার কর্মসূচির সপ্তম দিনে বিজেপি গলসি ১ নম্বর মন্ডলের পক্ষ থেকে ‘সেবা সপ্তাহ’ (Seva Saptah) উপলক্ষে নানা কর্মসূচির পালন করা হয়।
বুদবুদের তিলডাঙ্গা থেকে আজ এক বাইক মিছিলের আয়োজন করে বিজেপি, মানকর বিজেপি কার্যালয়ে গিয়ে তা শেষ হয়। রাজেশ সরকার ও তাপস বর্মন ভাষা দিবসের দুই শহীদদের মাল্যদান করা হয় ।
মানকর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। এছাড়াও বুদবুদ বিজেপি প্রধান কার্যালযে ১০০ জন দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি তাদের সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি শুভম নিয়োগী , জেলার অবজারভার সৌমিক রহা।