নরেশ ভকত, বাঁকুড়াঃ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০ তম জন্মদিন উপলক্ষে বিষ্ণুপুর শ্মশান কালী মন্দিরে ৭০ টি মোমবাতি জ্বালিয়ে প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র পত্নী সুজাতা খাঁ (Sujata Khan) ।
পাশাপাশি ৫০০ খুদে পড়ুয়ার হাতে পড়াশোনার জন্য বই-খাতা , পেন্সিল সহ শিক্ষা সামগ্রী তুলে দেন ।
গোটা দেশজুড়ে বিজেপি কর্মীরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছেন । সেই ভাবেই বৃহস্পতিবার এই বিশেষ উদ্যোগ নিয়েছেন সুজাতা খাঁ (Sujata Khan) ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান , বিষ্ণুপুর শ্মশান কালী মন্দিরে মোদীজির শুভকামনা জানিয়ে প্রদীপ প্রজ্বলন এবং মোমবাতি প্রজ্বলন করলাম । মোমবাতি যেভাবে জ্বলজ্বল করছে মোদিজীর জীবন রেখা যেন এভাবেই সারা জীবন জ্বলজ্বল করে । উনি সারা জীবন যেন এভাবেই দেশের সেবা করতে পারেন ।
কর্মসূচিতে বিজেপি নেত্রী সুজাতা খাঁ (Sujata Khan) ছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি হরকালী পতিহার , সাধারণ সম্পাদক অমরনাথ শাখা সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব।