29 C
Durgapur
Friday, May 7, 2021

নিত্যানন্দপুর মিনি মার্কেটে তপশিলি জাতির অপমানের বিরুদ্ধে প্রতিবাদ সভা করল বিজেপি (BJP) নেতৃত্ব

নিত্যানন্দপুর মিনি মার্কেটে তপশিলি জাতির(SC) অপমানের বিরুদ্ধে প্রতিবাদ সভা করল বিজেপি (BJP)নেতৃত্ব

নরেশ ভকত, বাঁকুড়াঃ তপশিলি জাতির (SC) অপমানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোনামুখী ব্লকের রাধামোহন পুর পঞ্চায়েতের নিত্যানন্দপুর মিনি মার্কেটে প্রতিবাদ সভা করল বিজেপি (BJP) নেতৃত্ব । সম্প্রতিককালে আরামবাগ বিধানসভার তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী সুজাতা মন্ডল খাঁ তপশিলি জাতির(SC) উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন । তারই প্রতিবাদ জানিয়ে বিজেপি (BJP) নেতৃত্ব শুক্রবার নিত্যানন্দপুর মিনি মার্কেটে এই প্রতিবাদ সভা করল । যেখানে প্রায় 500 বিজেপি কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিলেন । উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির (BJP) তপশিলি মোর্চার সভাপতি ও সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি , বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুজিত আগাস্থি , সোনামুখী গ্রামীণ মণ্ডল দুই এর বিজেপি সভাপতি চঞ্চল সরকার , সোনামুখী বিধানসভার বিজেপির কনভেনার তাপস মিত্র সহ একাধিক বিজেপি নেতৃত্ব ।

BJP leaders hold protest rally

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির তপশিলি (SC) মোর্চার সভাপতি ও সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামী বলেন , সুজাতা মন্ডল তপশিলি জাতির উদ্দেশ্যে যেরকম অপমানজনক কথা বলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমাদের এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো । আগামী দিনে বিজেপি তপস্বীদের পাশে সব সময় থাকবে বলে তিনি জানান ।

BJP leaders hold protest rally

এই মুহূর্তে

x