13 C
Durgapur
Tuesday, January 19, 2021

করোনায় আক্রান্ত বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি

ডিজিটাল ডেস্ক , জেলার খবর: বঙ্গ বিজেপির ঘরেও এবার হানা দিল করোনা (Corona)। করোনায় আক্রান্ত হলেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি । নিজেই ট্যুইট করে সেকথা জানিয়েছেন হুগলির সাংসদ । তিনি জানিয়েছেন শুক্রবার সকালেই তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন বিজেপি নেত্রী। সেই কারনে নিজেকে হোম আইসোলেশনে রেখেছিলেন। চিকিৎসকদের পরামর্শ মেনে বিজেপি সাংসদের করোনা (Corona) পরীক্ষা করা হয়। আজ জানা গিয়েছে রিপোর্ট পজিটিভ । সাংসদের করোনা আক্রান্তের খবরের পর তার গাড়ি চালককেও আইসোলেশন রাখা হয়েছে। লকেট জানিয়েছেন , আপাতত তিনি খুব বেশি অসুস্থ বোধ করছেন না , তবে জ্বর রয়েছে। তাঁর স্বাস্থ্য সংক্রান্ত খবর তিনি নিজেই শুভানুধ্যায়ীদের জানাবেন বলেও ট্যুইট বার্তায় লিখেছেন ।
তবে লড়াকু নেত্রীর শরীরে করোনার (Corona) সংক্রমণে চিন্তা বেড়েছে পদ্মশিবিরে। শোনা যাচ্ছে বিজেপির বেশ কয়েকজন নেতাই জ্বরে কাবু। আবহাওয়া পরিবর্তনের জন্য সেই জ্বর হলেও প্রথম থেকেই সেবিষয়ে সতর্ক গেরুয়া শিবির। সেই কারনে হোম আইসোলেশনে রয়েছেন অনেক বিজেপি নেতা। অন্যদিকে মুরলীধর সেন স্ট্রিটের কাছে করোনার সংক্রমণ ধরা পড়ার পর থেকে সংক্রমণের কথা মাথায় রেখে দলের সদর দপ্তরে যাওয়া আসা বন্ধ করে দিয়েছেন অনেক নেতা । দিন কয়েক আগেই বিজেপির রাজ্য দপ্তরের পাড়ার একটি বাড়িতে হানা দিয়েছে করোনা ভাইরাস । ওই বাড়ির মোট সাতজন সদস্যের মধ্যে একজনেরই নমুনা পরীক্ষায় মিলেছে করোনার প্রমাণ । বাকিরা রয়েছেন কোয়ারেন্টাইনে। সংক্রমণের আশঙ্কায় বাড়িটি সিলও করে দেয় পুলিশ।

এই মুহূর্তে

x