নরেশ ভকত, বাঁকুড়াঃ ২০২১ সালের নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নামল বিজেপি (BJP) । শনিবার কোতুলপুরে একটি বেসরকারি হলে ভারতীয় জনতা পার্টির (BJP) কর্মিসভা অনুষ্ঠিত হল । আগামী একুশে নির্বাচনে জয়লাভকে সামনে রেখে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয় এদিন ।
কর্মিসভায় উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের অবজারভার পার্থ দাস বিষ্ণুপুর জেলার সাংগঠনিক সভাপতি হর কালী প্রতিহার , বিষ্ণুপুরের সাংসদ পত্নী সুজাতা খাঁ সহ স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্ব।
সাংগঠনিক কর্মশালার মধ্যে দিয়ে নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি এদিন কর্মীদের মনোবল বাড়ান নেতৃত্বরা। জয়পুর ও কোতুলপুরের ১৫ টি অঞ্চলের কর্মকর্তারা কর্মিসভায় অংশ নেন।
সভা থেকে বিষ্ণুপুর জেলার সাংগঠনিক সভাপতি হর কালী প্রতিহার বিরোধী তৃণমূলের উদ্দেশ্যে বলেন, ঊনিশে হাফ , একুশে সাফ।