27.5 C
Durgapur
Monday, August 2, 2021

তৃনমূলে(TMC) যোগ দেন বিজেপি (BJP) পঞ্চায়েত প্রধান

তৃনমূলে(TMC) যোগ দেন বিজেপি(BJP) পঞ্চায়েত প্রধান

জলপাইগুড়ি:: জলপাইগুড়ির ইংডং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েত’টি, পঞ্চায়েত প্রধানের দলবদলের ফলে তাদের দখলে এসেছে বলে দাবি জেলা তৃনমুল (TMC) নেতৃত্বের। জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের ইংডং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েতে বিজেপি কংগ্রেস, বামফ্রন্ট মিলিতভাবে জোট করে বোর্ড গঠন করে। পঞ্চায়েত প্রধান মনোনীত করা হয় বিজেপির রাধিকা ওরাও’কে। বুধবার বিকেলে মেটেলি’তে তৃনমূলের একটি যোগদান কর্মসূচীর আয়োজন করা হয়। সেখানেই তৃনমূলে যোগ দেন বিজেপি (BJP) পঞ্চায়েত প্রধান রাধিকা ওরাও।তার সঙ্গে কয়েকজন অনুগামীও ছিলেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃনমুল জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যানী। এই দলবদলে তৃনমূলের আসন সংখ্যা ১০টি হল। ফলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বোর্ড তাদের দখলেই চলে এল বলে দাবি তৃনমুলের।ঘটনায় বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী অভিযোগ তুলেছেন, ভয় দেখিয়ে এইভাবে সব জায়গাতেই দলবদল করানো হচ্ছে।যদিও তৃনমুল জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যানী পালটা অভিযোগ জানিয়েছেন, এই পঞ্চায়েতে প্রধান’কে পুতুল বানিয়ে রেখে বিভিন্ন দুর্নীতি শুরু করেছিল মিলিত জোটশক্তির পঞ্চায়েত সদস্যরা। তাই ওই পঞ্চায়েত প্রধান নিজেই চারদিন আগে যোগদানের ইচ্ছাপ্রকাশ করে দলের কাছে লিখিত আবেদন জানিয়েছিল। উচ্চ নেতৃত্বের সবুজ সংকতে পাওয়ার পরই আজ আনুষ্ঠানিকভাবে তাকে দলে নেওয়া হয়।পঞ্চায়েত দখলে আসায় উচ্ছাস ঘাসফুল শিবিরে।

এই মুহূর্তে

x