30.2 C
Durgapur
Sunday, August 1, 2021

রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল বিজেপির

নরেশ ভকত ,বাঁকুড়া, : লাগাতার রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলে বিরোধী দল বিজেপি । এবার সরকারী আবাস যোজনা ও একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে রীতিমতো বিক্ষোভ (Protest)) প্রদর্শন করে মিছিল করল বিজেপি।

বাঁকুড়ার হীড়বাঁধে রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপি এই বিক্ষোভ (Protest)) প্রদর্শন করে । মিছিল শেষে ব্লক অফিসে ও বিডিও অফিসে ডেপুটেশনও দেয় বিক্ষোভরত বিজেপি কর্মীরা।

বিজেপি নেতৃত্বের অভিযোগ,সরকারী আবাস যোজনায় দুর্নীতি তো হয়েছে একই সাথে একশো দিনের কাজে ব্যাপক দুর্নীতি করেছে শাসক দল।

এই মুহূর্তে

x