বাঁকুড়া,নরেশ ভকত : করোনা পরিস্থিতিতে স্কুলে স্কুলে বিক্ষোভ (Protest) অব্যাহত । এবার বাঁকুড়ার ছাতনায় চন্ডীদাস বিদ্যাপীঠে বিভিন্ন দাবিদাওয়াকে সামনে রেখে প্রতিবাদে (Protest) সামিল হলো বিজেপি । স্কুলে ফি মুকুবের দাবি ছাড়াও স্কুলের প্রধান গেট সিল করা,পুরোনো লোহার গেট রং করে নতুন বলে দাবি করা,বিজ্ঞান বিভাগে বেশি ফি সহ একাধিক ইস্যুকে সামনে রেখে প্রতিবাদে সামিল হয় বিজেপি।
বিজেপির স্থানীয় নেতা জীবন চক্রবর্তীর নেতৃত্বে এই প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয় । জীবন চক্রবর্তী জানান,সব স্কুলে অনলাইন পড়াশোনা চালু থাকলেও চন্ডীদাস বিদ্যাপীঠে সেই রকম কোনো ব্যবস্থায় চালু হয় নি । ফলে দীর্ঘদিন ধরে পড়াশোনা না হওয়ায় পিছিয়ে পড়ছে ওই স্কুলের পড়ুয়ারা । এদিন এই বিক্ষোভ প্রতিবাদকে (Protest) ঘিরে উত্তেজনা দেখা দেয় স্কুল চত্বরে।