নরেশ ভকত, বাঁকুড়াঃ বিজেপি পক্ষ থেকে বিষ্ণুপুর মহকুমা বিদ্যুৎ দপ্তরের বিক্ষোভ (BJP Protest) দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা। শুক্রবার বিজেপি পাটি অফিস থেকে মোটরসাইকেল রেলি করে সারা বিষ্ণুপুর শহর ঘুরে বিষ্ণুপুর মহকুমা বিদ্যুৎ দপ্তরের রেলি শেষ হয়। এবং বেশকিছুক্ষণ বিষ্ণুপুর মহকুমা বিদ্যুৎ দপ্তরের গেটের সামনে বিজেপি কর্মী সমর্থকেরা বিদ্যুৎ বিলের প্রতিবাদ (BJP Protest) জানিয়ে বিক্ষোভ দেখান। বিজেপির পক্ষ থেকে আবেদন বহু মানুষ কাজ হারিয়েছে আবার অনেকের কাজ বন্ধ হয়ে পরেছে। একদিকে মূল্যবৃদ্ধি অপরদিকে কাজ হারানো। তাই বারংবার আবেদন করা হচ্ছে যাতে বিদ্যুৎ বিল মুকুব করা হয়।
এই বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির জেলার সহ সভাপতি শিবেন্দু দাস, অশোক ডাকুয়া এবং চন্ডি চ্যাটার্জী, জেলা সম্পাদক পার্থ রক্ষিত নগর মন্ডল সভাপতি উত্তম সরকার
গ্রামীণ মন্ডল 2 এবং 3 এর সভাপতি শ্যামাপ্রসাদ চ্যাটার্জী ও অভিজিৎ লোহার।