28.4 C
Durgapur
Sunday, August 1, 2021

কৃষি বিলের সমর্থনে শালতোড়া বাজারে বিজেপির মিছিল

নরেশ ভকত, বাঁকুড়াঃ কেন্দ্রের কৃষি বিলের (Agriculture Bill) সমর্থনে এবার পথে নামলো শালতোড়া মন্ডল বিজেপি। বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়ার শালতোড়া বাজার এলাকায় কৃষি বিলের (Agriculture Bill) সমর্থনে বিজেপিকর্মী ও সমর্থকদের নিয়ে মহামিছিল করে বিজেপি। মিছিলের নেতৃত্বে ছিলেন বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকার।

বিজেপির সবকটি শাখা সংগঠনের সদস্য ও সদস্যরা কেন্দ্রের কৃষি বিলের সমর্থনে কেন্দ্রীয় সরকারের পক্ষে এদিন জোরালো দাবি তোলেন। মহামিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তার সুভাষ সরকার জানান , এই রাজ্যে তৃণমূল যতই এই আইনের বিরোধিতা করুক না কেন এই কৃষি বিল (Agriculture Bill) কৃষক স্বার্থেই পাস করিয়েছে কেন্দ্রীয় সরকার। এই আইনের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষকরা উপকৃত হবেন।

এই মুহূর্তে

x