নরেশ ভকত, বাঁকুড়াঃ কেন্দ্রের কৃষি বিলের (Agriculture Bill) সমর্থনে এবার পথে নামলো শালতোড়া মন্ডল বিজেপি। বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়ার শালতোড়া বাজার এলাকায় কৃষি বিলের (Agriculture Bill) সমর্থনে বিজেপিকর্মী ও সমর্থকদের নিয়ে মহামিছিল করে বিজেপি। মিছিলের নেতৃত্বে ছিলেন বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকার।
বিজেপির সবকটি শাখা সংগঠনের সদস্য ও সদস্যরা কেন্দ্রের কৃষি বিলের সমর্থনে কেন্দ্রীয় সরকারের পক্ষে এদিন জোরালো দাবি তোলেন। মহামিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তার সুভাষ সরকার জানান , এই রাজ্যে তৃণমূল যতই এই আইনের বিরোধিতা করুক না কেন এই কৃষি বিল (Agriculture Bill) কৃষক স্বার্থেই পাস করিয়েছে কেন্দ্রীয় সরকার। এই আইনের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষকরা উপকৃত হবেন।