নরেশ ভকত, বাঁকুড়াঃ কেন্দ্রীয় কৃষি বিলের পক্ষে ও বিপক্ষে নেমে পড়েছে দুই রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল (BJP-TMC) । কৃষি বিল নিয়ে তীব্র বিরোধীতায় নেমেছে শাসক তৃণমূল। সেই কর্মসূচিতেই শনিবার বাঁকুড়ার জঙ্গলমহলে এসে বিজেপিকে হুংকার দিয়ে গেলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান নিয়েও কড়া বার্তা দেন তিনি।
বলেন, বাঁকুড়া থেকে পদ্মফুলকে ছুঁড়ে ফেলে দিয়ে ১২ টি বিধানসভা আমরা দখল করবো। বিজেপি নেতারা নবান্ন দখলের স্বপ্ন দেখছেন, স্বপ্নে থাকুন, অসুবিধা নেই, বদমাইশি করতে এলে কিন্তু আমরাও হাতে চুড়ি পরে বসে নেই। যুব মমোর্চার নবান্ন অভিযান প্রসঙ্গে সাংসদ হুঁশিয়ারী দিয়ে বলেন , নবান্ন অভিযান করছে করুক কিন্তু নবান্নের ধারে কাছেও পৌঁছাতে পারবে না।
শাসক তৃণমূল যখন তীব্র বিরোধীতায় তখন বিলের সমর্থনে মাঠ ছাড়তে নারাজ পদ্মশিবির । কৃষি বিলের সমর্থনে বাঁকুড়ার সাংসদ ডাঃসুভাষ সরকার বাঁকুড়ার ছাতনার সভা থেকে দাবী করেন, ২০১২ সালে যখন তৃণমূল , কংগ্রেসের লেজ ধরেছিল তখন কংগ্রেস নেতা কপিল সিব্বাল এই আইনের সমর্থনে ছিলেন। এখন তারাই আজ বিরোধিতা করছে।