27.4 C
Durgapur
Monday, June 21, 2021

সামাজিক দূরত্ববিধি না মেনেই সম্পন্ন হল বিজেপির সাংগঠনিক বৈঠক

উদয় সিং , সালানপুর: সামনে বিধানসভা নির্বাচন তারই পরিপ্রেক্ষিতে সংগঠনকে শক্তিশালী করতে সালানপুর ব্লকের দেন্দুয়া মোড় সংলগ্ন একটি বেসরকারি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল বিজেপির (BJP) সাংগঠনিক বৈঠক । কিন্তু করোনা আবহে আয়োজিত এই সাংগঠনিক বৈঠকে বিজেপি কর্মীদের পক্ষ থেকে মানা হলো না কোনো প্রকার সামাজিক ও শারীরিক দূরত্ববিধি । বৈঠকে অংশ নেওয়া অনেকেরই মুখে ছিল না মাস্ক । করোনা ভাইরাস থেকে দেশকে সুরক্ষিত রাখতে যখন প্রতিটি মানুষকে মাস্ক পড়তে ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিচ্ছেন প্রধানমন্ত্রী, সেখানে বিজেপির (BJP) বৈঠকেই মানা হচ্ছে না নিয়মাবলী ।

এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল-এর নব নির্বাচিত পর্যবেক্ষক সৌরভ সিকদার । তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে , আসানসোলের মানুষ তৃণমূল কংগ্রেসের উপর ক্ষুব্ধ রয়েছে । সেই কারনে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) আসানসোলের সাতটি বিধানসভা আসনে জয়লাভ করবে । তিনি আরও দাবি করেন যে , তৃণমূল কংগ্রেস-এর কর্মী থেকে শুরু করে নেতৃত্ব সবাই চোর আর এই কথা সাধারণ মানুষ বুঝতে পেরেছে । সন্ত্রাস করে রাজনীতি করা যায় না, তাই আসানসোলের মানুষের আশীর্বাদ সর্বদাই বিজেপির (BJP) সাথে রয়েছে ।

করোনা মহামারীর সময় আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে এলাকায় দেখতে না পাওয়ার কারন জানতে চাওয়া হলে তিনি উত্তরে জানান , বাবুল সুপ্রিয় এখন দিল্লিতে রয়েছেন । লকডাউনের কারনে সেখানে আটকে পড়েছেন তিনি। তিনি শরীরে আসতে না পারলেও দলীয় কর্মীদের সাথে যোগাযোগ রেখে চলেছেন।

এই মুহূর্তে

x