31.2 C
Durgapur
Thursday, June 24, 2021

গ্রীষ্ম কালীন রক্তের চাহিদা মেটাতে কোতুলপুরের বিশিষ্ট ব্যাক্তিদের উদ্যোগে রক্তদান (Blood Donation) শিবির

গ্রীষ্ম কালীন রক্তের চাহিদা মেটাতে কোতুলপুরের বিশিষ্ট ব্যাক্তিদের উদ্যোগে রক্তদান (Blood Donation) শিবির

নরেশ ভকত, বাঁকুড়াঃ ভয়ঙ্কর করোনার থাবাই কাঁপছে দেশ। করোনা পরিস্থিতিতে সংকট বিভিন্ন ক্ষেত্রে। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সামগ্রিক জিনিসের ঘাটতি ও দেখা যাচ্ছে। সাথে সাথে আর একটি জ্বলন্ত সমস্যা হচ্ছে রক্তের। প্রায় সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে রক্তের অভাব একটা জ্বলন্ত সমস্যা হিসেবে দেখা দিয়েছে বর্তমান সময়ে। ঠিক এইরকমই পরিস্থিতিতে কোতুলপুর স্বেচ্ছা রক্তদান (Blood Donation) শিবির এগিয়ে এলেন তাদের সামাজিক দায়বদ্ধতা নিয়ে। আজ তাঁরা কোতুলপুর ক্যামেলিয়া নার্সিংহোমে এক স্বেচ্ছায় রক্তদান (Blood Donation) শিবির আয়োজন করেন।

গ্রীষ্মকালীন সময়ে ব্লাডব্যাংক গুলিতে রক্তের ঘাটতি দেখা যায়। সেই রক্তের ঘাটতি মেটাতেই তারা এই গ্রীষ্মকালীন রক্তদান শিবিরের আয়োজন করেছেন। প্রতিবছরই দুটি থেকে তিনটি করে তারা এই রক্তদান শিবির করে থাকেন। আজকের এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দান করে অনেক মানুষ দেশ ও দশের পাশে দাঁড়াবার চেষ্টা করেন। আজকের রক্তদান শিবিরে মোট 51 জন রক্ত দাতা রক্ত দান করেন।

এই মুহূর্তে

x