29 C
Durgapur
Monday, August 2, 2021

যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান(blood donation) শিবির

যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান(blood donation) শিবির

নরেশ ভকত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার পাত্রসায়ের যুব তৃণমূল কংগ্রেসের (tmc)উদ্যোগে বীরসিংহ অঞ্চলে অনুষ্ঠিত হল রক্তদান(blood donation) শিবির । এক ফোঁটা রক্তের অভাবে অনেক সময় মুমূর্ষ রোগীকে মৃত্যুবরণ করতে হয় হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয় রোগী ও তার আত্মীয়দের । পাশাপাশি জেলাতে গ্রীষ্মকালীন রক্ত সংকট যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হল । এদিনের রক্তদান শিবিরে ১০০ জন রক্তদান করেন । এর মধ্যে ১০ মহিলা রক্তদান করেন ।এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা. বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্চিতা বিদ, পাত্রসায়ের ব্লক যুব সভাপতি সেখ জিয়ারুল, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সিংহ , বীরসিংহ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি জিতেন কাঁপড়ী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা ।

এই মুহূর্তে

x