30.2 C
Durgapur
Wednesday, June 23, 2021

নিখোঁজ তৃতীয় যুবকের দেহ উদ্ধার হল দামোদর থেকে

নরেশ ভকত, বাঁকুড়া: নিখোঁজ তৃতীয় যুবকের দেহ উদ্ধার হল দামোদর (Damodar River) থেকে । বুধবার সকালে দুজনের দেহ উদ্ধার হলেও খোঁজ পাওয়া যায় নি তৃতীয় জনের । আজ সকালে বহু খোঁজাখুঁজির পর অভিষেক মেহেতার দেহ উদ্ধার করে ডুবুরিরা । মৃত যুবক রানিগঞ্জের বাসিন্দা । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে মেজিয়া থানার পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার ছটপুজো উপলক্ষে বাঁকুড়ার মেজিয়া থানা এলাকায় রেলকাম রোড সেতুর নীচে দামোদর নদীতে (Damodar River) স্নান করতে যায় ৫ বন্ধু। তাদের মধ্যে রোশন সিং, অভিষেক মিশ্র ও অভিষেক মাহাতো হঠাৎ জলের তোড়ে তলিয়ে যায় । বাকী দুই বন্ধু এই খবর বাড়িতে জানালে রানীগঞ্জ ও মেজিয়া থানার পুলিশ ডুবুরীর সাহায্যে তল্লাশি শুরু করে ।

মঙ্গলবার থেকে খোঁজাখুঁজি শুরু হলেও সেদিন যুবকদের কোনো খোঁজ মেলে নি। গতকাল সকালে ২ যুবকের দেহ উদ্ধার হয়। আজ সকালে নিখোঁজ থাকা অপর যুবকের দেহ উদ্ধার করল পুলিশ ও প্রশাসন।

এই মুহূর্তে

x