28 C
Durgapur
Sunday, June 20, 2021

ভাইজানের বাড়িতে করোনার হানা , নিজেকে গৃহবন্দী করলেন অভিনেতা

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: করোনার হানা এবার ভাইজানের বাড়িতে । শোনা যাচ্ছে, করোনা আক্রান্ত হয়েছেন সলমনের (Salman Khan) গাড়ি চালক এবং বাড়ির ২ কর্মী। আর তার পরেই নিজেকে হোম আইসোলেশন রাখার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা ও তার পরিবারের বাকি সদস্যরা। জানা গেছে, আগামি ১৪ দিন নিজেকে গৃহবন্দী রাখবেন অভিনেতা (Salman Khan)।

আপাতত করোনা আক্রান্ত গাড়ি চালক ও বাড়ির ২ কর্মীর বম্বে হাসপাতালে চিকিৎসা চলছে। তাঁর কর্মীরা যাতে হাসপাতালে সঠিক ভাবে চিকিৎসা পরিষেবা পান, প্রতিনিয়ত তা তদারকিও করছেন সলমন (Salman Khan)।

সদ্য রাধের শ্যুটিং শেষ করেছেন সলমন। (Salman Khan) বর্তমানে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১৪-র সঞ্চালনা করছেন তিনি। কিন্তু ১৪ দিনের হোম আইসোলেশন পর্যায়ে তিনি কিভাবে ওই শ্যুটিং করবেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই মুহূর্তে

x