17.3 C
Durgapur
Sunday, January 24, 2021

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি মুন্নাভাই

ডিজিটাল ডেস্ক , জেলার খবর: অসুস্থ বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ( Actor Sanjay Dutt) । শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি অভিনেতা (Actor Sanjay Dutt) । ইতিমধ্যেই করোনার র‍্যাপিড টেস্ট করা হয়েছে তাঁর । রিপোর্ট নেগেটিভ এসেছে । আপাতত নন কোভিড ওয়ার্ডে আইসিইউতে রয়েছেন তিনি ।

লীলাবতী হাসপাতাল সূত্রের খবর, রক্তে অক্সিজেনের মাত্রার পরিবর্তন হচ্ছে অভিনেতার । তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল । পর্যবেক্ষনে রাখা হয়েছে অভিনেতাকে (Actor Sanjay Dutt)।

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink ko cuce