নরেশ ভকত, বাঁকুড়াঃ বিশ্বকর্মা পুজোকে (Viswakarma Puja) কেন্দ্র করে হিন্দু মুসলিম সম্প্রীতির মেলবন্ধন। সম্প্রীতির ছবি উঠে এলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের সিমুলিয়া গ্রামে ।
যেখানে দেখা যাচ্ছে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের যুবকরা মিলিত হয়ে বিশ্বকর্মার আরাধনায় (Viswakarma Puja) মেতে উঠেছেন । একসঙ্গে পুজোর সমস্ত জোগাড় করা পুজোর ফল কাটা সব কিছুই কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দের সঙ্গে সকলে মিলে করলেন এবং মেতে উঠলেন বিশ্বকর্মা পূজোতে (Viswakarma Puja)।
এ বছরই তারা প্রথম এই বিশ্বকর্মা পুজোর (Viswakarma Puja) আয়োজন করলেন তাদের এই পুজো দেখতে আশেপাশের গ্রাম থেকে ও সাধারন মানুষরা ভিড় জমাচ্ছেন ।
পুজো উদ্যোক্তা বাপন সাহা ও সেখ মহিউদ্দিনরা বলেন, আমরা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের যুবকরা যৌথভাবে এই বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছি । আমাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই আমরা সকলেই একে অপরের পরিপূরক ।