27.4 C
Durgapur
Monday, June 21, 2021

“ব্রীদ জলপাইগুড়ি” মোবাইল অক্সিজেন (oxygen) পালার চালু হল জলপাইগুড়ি শহরে

“ব্রীদ জলপাইগুড়ি” মোবাইল অক্সিজেন (oxygen) পালার চালু হল জলপাইগুড়ি শহরে

জলপাইগুড়ি: অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার এন্ড হেডমিস্ট্রেস এর জলপাইগুড়ি জেলা শাখা ও মুক্তি স্বেচ্ছাসেবী সংস্থা-র যৌথ উদ্যোগে “ব্রীদ জলপাইগুড়ি” মোবাইল অক্সিজেন (oxygen) পালার চালু হল জলপাইগুড়ি শহরে। বতর্মান কোভিড পরিস্থিতিতে আক্রান্তদের অক্সিজেনের ঘাটতি মেটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হুমাইপুর প্রকাশ ফাউন্ডেশন ও দিশারী নাসিং ট্রেনিং সেন্টারের সহোযোগিতায় এই ভ্রাম্যমাণ পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। বৃহস্পতিবার শহরের কদমতলা অফিসে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মোবাইল অক্সিজেন (oxygen) পালারের উদ্ধোধন করেন জলপাইগুড়ির বিধায়ক ডঃ প্রদীপ কুমার বর্মা। সংগঠনের জেলা সভাপতি প্রদীপ চৌধুরী বলেন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার এন্ড হেডমিস্ট্রেস মানুষের পাশে থাকতে চায়। রাজ‍্যব‍্যাপী নানা রকমের কাজ আমরা করছি। শুধুমাত্র কোভিড সংক্রান্ত নয়, ইয়াস আক্রান্ত জেলা গুলিতেও নানা রকমের ত্রাণ পৌঁছে দিচ্ছে সংগঠন। এই মুহূর্তে একটি অক্সিজেন পালার খুব প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই আমাদের এই প্রচেষ্টা। তিনি আরও বলেন প্রধান শিক্ষক শিক্ষিকারা শুধুমাত্র তাদের বিদ‍্যালয়ের পরিধিতে আর আটকে নেই। বিধায়ক ডঃ প্রদীপ কুমার বর্মা বলেন খুব মহোতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর থেকে মানবিক কাজ আর হতে পারে না। হুমাইপুর প্রকাশ ফাউন্ডেশনের সভাপতি নব‍্যেন্দু মল্লিক বলেন এখন থেকে আমার অক্সিজেন পরিসেবা প্রচার মানুষকে দিতে পারবো। এদিনের অনুষ্ঠানে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার এন্ড হেডমিস্ট্রেস সংগঠনের নেতৃত্বরা এবং হুমাইপুর প্রকাশ ফাউন্ডেশনের সদস্য সদস্যরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই মুহূর্তে

x