29 C
Durgapur
Friday, May 7, 2021

বাস-ডাম্পার মুখোমুখি সংঘর্ষ,জাতীয় সড়কে বন্ধ যান চলাচল

নরেশ ভকত, বাঁকুড়াঃ ফ্লাইওভারের উপর বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ (collision)। অবরুদ্ধ বাঁকুড়া-রানীগঞ্জ ৬০ নং জাতীয় সড়কে যান চলাচল। রবিবার গঙ্গাজলঘাটির দুর্লভপুর ফ্লাইওভারে বাস ও  ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে (collision) ঘটে দুর্ঘটনা ।

দুর্ঘটনার জেরে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের অমরকানন গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে তাদের শারীরিক আঘাত তেমন গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর জাতীয় সড়কের ওই এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। গঙ্গাজলঘাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বাভাবিক করে পরিস্থিতি।

এই মুহূর্তে

x