নিজস্ব সংবাদাতা,পানাগড়: রাত পোহালেই কালীপুজো । আলোর উৎসবে মেতে উঠবে গোটা রাজ্য। ঘরে ঘরে তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।
শুক্রবার সকাল থেকেই সেই প্রস্তুতির ছবি দেখা গেল পানাগড় (Panagarh) বাজারে। বাজারের প্রতিটি দোকানে দীপাবলি উপলক্ষ্যে কেনাকাটায় ভিড় জমিয়েছেন স্থানীয়রা।
হাইকোর্টের নির্দেশ মেনেই পানাগড় (Panagarh) বাজার এলাকার বিভিন্ন জায়গায় কালীপুজোর আয়োজন করেছে উদ্যোক্তারা। তবে কালী পুজোর প্রতিটি মণ্ডপে হাইকোর্টের নির্দেশ মানলেও শুক্রবার সকাল থেকেই পানাগড় বাজারে দেখা গেল অন্য ছবি।
মুখে মাস্ক ছাড়াই ভিড় বহুল বাজারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। সামাজিক দূরত্ব বিধি না মেনেই দোকানে দোকানে উপচে পড়ছে ক্রেতাদের ভিড়।