27.4 C
Durgapur
Monday, June 21, 2021

তৃণমূল কংগ্রেসের বাইক রেলি

কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের বাইক রেলি

নরেশ ভকত, বাঁকুড়াঃ কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের বাইক রেলি। এই রেলিতে উপস্থিত ছিলেন ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কুন্ডু, ছাতনার বিধায়ক ধীরেন্দ্র নাথ লায়েক, ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি সহদেব বাউরী, ছাতনা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শংকর চক্রবর্তী, ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা শান্তনু কুন্ডু সহ ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।
এই বাইক মিছিল শুরু হয় ছাতনার বারবাঁকড়া মোড় থেকে। এই মিছিল ছাতনা ব্লকের পাঁচটি অঞ্চল ঘুরে। ছাতনা, ঘোড়ামৌলি, শুয়ারাবাঁকড়া, জামথোল ও শুশুনিয়া হয়ে সরবেড়িয়ায় বাইক মিছিল শেষ হয়।

এই মুহূর্তে

x