31.3 C
Durgapur
Monday, July 26, 2021

বিদ্যাসাগরের জন্মদিবসে CAMELIA সংস্থার বিশেষ উদ্যোগ

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: বিদ্যাসাগরের জন্মদিবসে বহরমপুরের Cultural And Multi Education Link in Action (CAMELIA) সংস্থা মুর্শিদাবাদ জেলার ভরতপুর কনিজা হ্যান্ডিক্যাপ স্কুলে নাটক ও মূকাভিনয় কর্মশালার আয়োজন করে ।‌ এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় ১৭ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু।

এই কর্মশালার আয়োজনে সহযোগিতা করেছে নিউ দিল্লীর সঙ্গীত নাটক একাডেমি । স্কুলের সেক্রেটারী তথা প্রধান শিক্ষক ইউসুফ নবীর আন্তরিক আমন্ত্রণে CAMELIA সংস্থার ডিরেক্টর তথা বিশিষ্ট মূকাভিনয় ও নাটকশিল্পী তথা প্রশিক্ষক সুজিত কুমার দাস ঐ সকল শিশুদের আন্তরিক ভালোবাসা দিয়ে শিশুদের দারুন আনন্দ দিয়েছেন। সহযোগী প্রশিক্ষক হিসাবে কর্মশালায় ছিলেন সুজিত কুমার দাসের ছাত্র ছাত্রী যথাক্রমে সাগর চৌধুরী, ভাগীরথী চৌধুরী, নীলেশ বিশ্বাস, সাব্বির রহমান, পূজা সাহা।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকরাও । এই ধরনের বিশেষ শিশুদের প্রতি সমাজের ইতিবাচক মনোভাব গড়ে তোলার বিষয়ে এবং মা-বাবাদের হতাশাকে দূর করবার বিষয়ে সুজিতবাবু সকলকে এদিন উৎসাহিত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুরের বি.ডি.ও. অঞ্জন চৌধুরী, যুগ্ম বি.ডি.ও. উদয় নারায়ন দে, ভরতপুর থানার অফিসার ইনচার্জ রবি মালাকার প্রমুখ। স্কুলের সেক্রেটারী তথা প্রধান শিক্ষক ইউসুফ নবী জানান CAMELIA সংস্থার সুজিত কুমার দাসের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় । আগামীদিনে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজনে তারা যথেষ্টই অগ্রণী ভূমিকা পালন করবেন। বিদ্যাসাগরের জন্মদিবসে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজনে তারা অনুপ্রাণিত হয়েছেন বলে জানান।

এই মুহূর্তে

x