28.5 C
Durgapur
Thursday, June 24, 2021

পথে নেমে এর প্রতিবাদে বিক্ষোভে সামিল সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা (Civil defense volunteer)

পথে নেমে এর প্রতিবাদে বিক্ষোভে সামিল সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা (Civil defense volunteer)

নরেশ ভকত, বাঁকুড়াঃ বাঁকুড়া সদর মহকুমার সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা (Civil defense volunteer) মাসে মাত্র ১০ দিন কাজ পাচ্ছেন। তাও আবার দিনে ১২ ঘন্টার বেশী কাজ করানো হচ্ছে তাদের।অথচ তাদের ওভার টাইম ভাতাও মেলেনা। ফলে চরম সমস্যায় পড়েছেন তারা। অবশেষে তারা পথে নেমে এর প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছে এবং তাদের মাসে ২৮ দিনের কাজের দাবী এবং আট ঘন্টার বেশী কাজ করাকে ওভার টাইম প্রদান, জেলার হাসপাতালে তাদের কাজে নিযুক্ত করা সহ কয়েক দফা দাবী সম্বলিত স্মারকলিপি ও তারা তুলে দেন জেলার বিপর্যয় মোকাবিলা আধিকারিকের কাছে।

Civil defense volunteers joined the protest

এই মুহূর্তে

x