34.1 C
Durgapur
Wednesday, May 19, 2021

নৃত্যাঙ্গন বিদ্যানিকেতনে শুরু হল শাস্ত্রীয় নৃত্য উৎসব

নিজস্ব প্রতিনিধি , বীরভূম: নৃত্যাঙ্গন বিদ্যানিকেতনের প্রাণপুরুষ টুলটুল আহমেদের আদর্শকে সামনে রেখে করোনা বিধি মেনে সিউড়িতে নৃত্যাঙ্গন বিদ্যানিকেতনের গুরুকুল প্রাঙ্গণে শুরু হলো শাস্ত্রীয় নৃত্য (Classical dance) উৎসব l

১৯ – ২০ অক্টোবর দুদিন ধরে চলা এই উৎসব পালিত হচ্ছে টুলটুল আহমেদের ৫৪ তম জন্ম উৎসব উপলক্ষে l গুরুর আদর্শকে সামনে রেখে আরঙ্গ আট্টম ও শাস্ত্রীয় নৃত্য (Classical dance) উৎসবের সূচনা হয় ভাব ও রসের সম্পর্ক বিষয়ক আলোচনার মধ্য দিয়ে l

এই উৎসবে নৃত্যের পুনরুত্থান ও ভাবনৃত্য বিষয়ক মনোগ্রাহী আলোচনা রেখে বর্তমান প্রজন্মের কাছে শাস্ত্রীয় নৃত্য আঙ্গিকের গুরুত্বের কথা তুলে ধরেন সংস্থার অন্যতম সদস্য চন্দ্রাবলী ঘোষাল l দু’দিনব্যাপী এই অনুষ্ঠানে উদ্বোতন পত্রিকা প্রকাশের পাশাপাশি বহিরাগত শিল্পীদের শাস্ত্রীয় নৃত্য প্রদর্শিত হয় l

এই মুহূর্তে

x