পানাগড়,: সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি,দোকানপাট বন্ধ,শুনশান রাস্তায় পুলিশ গাড়ি থাকলেও ধরপাকড়ের বালাই নেই কারণ জনমানবশূন্য রাস্তায় পুলিশ প্রায় ছুটির মুডে । সারা রাজ্য জুড়ে লকডাউনের দিনে পানাগড়ের (Panagarh) চিত্র ঠিক এমনটাই দেখা গেল।
অন্যান্য লকডাউনে যেমন বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটে । কোথাও মুখে রুমাল লাগিয়ে আনাগোনা করে সরকারী নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু মানুষ, কোথাও দেখা যায় ডান্ডা উঁচিয়ে তেড়ে যাচ্ছে কর্তব্যরত পুলিশ ।আজ কিন্তু আলাদা এক চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় । বৃষ্টির দিনে ঠান্ডা আবহাওয়ায় আজকের দিনে ঘরবন্দী রইলো মানুষ । সাপ্তাহিক লকডাউনের এই দিনে সম্পূর্ণভাবে সফল চেহারা দেখা গেল পানাগড়ে (Panagarh)।