নরেশ ভকত বাঁকুড়াঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সাথে দিনের পর দিন সহবাস (Cohabit), বিয়ে করা নিয়ে টালবাহানার অভিযোগ জানিয়ে থানার দ্বারস্থ হল নাবালিকা প্রেমিকা । বাঁকুড়ার গঙ্গাজলঘাটির থানার একচালা গ্রামের ঘটনা । অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে গঙ্গাজলঘাটি থানায় অভিযোগ দায়ের করা হয় নাবালিকার পরিবারের পক্ষ থেকে । অভিযুক্ত প্রেমিকের নাম লক্ষ্মন বাউরি । নাবালিকা প্রেমিকার অভিযোগ গত এক বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে প্রেম ও নিয়মিত সহবাস (Cohabit) করেন অভিযুক্ত প্রেমিক লক্ষ্মন বাউরি ।
অভিযোগ প্রেমিকা ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে উঠলে তাকে বিয়ে করতে টালবাহানা শুরু করে লক্ষ্মন । কিছুদিন আগেই অন্য এক মহিলাকে বিয়ে করে সে । এরপরেই নাবালিকা প্রেমিকা ও তার পরিবার লক্ষ্মনকে বিয়ে করার জন্য চাপ দিলে লক্ষ্মন বিয়ে করতে অস্বীকার করে বলে অভিযোগ ।
এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে নির্যাতিতা মহিলা ও তার পরিবারের সদস্যরা গঙ্গাজলঘাটি থানায় লক্ষ্মনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন । নির্যাতিতার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করেছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। পলাতক অভিযুক্ত ।