25.4 C
Durgapur
Friday, April 16, 2021

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোগ

নরেশ ভকত, বাঁকুড়াঃ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (Anganwadi Centre) নিম্ন মানের খাদ্যসামগ্রী সরবরাহের অভিযোগকে কেন্দ্র ব্যপক উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার সিমলাপাল এলাকায়। সিমলাপাল ব্লকের মণ্ডলগ্রাম গ্রাম পঞ্চায়েতের দিগপাড় গ্রামের ঘটনা।

স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (Anganwadi Centre)থেকে যে চাল, ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে তা অত্যন্ত নিম্ন মানের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দেওয়া চাল-ডাল মানুষ তো দুরস্ত গোখাদ্য হিসেবেও ব্যবহার করা যায়না বলে দাবি গ্রামবাসীদের।

তবে এবিষয়ে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (Anganwadi Centre) কর্মীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, চাল, ডাল সহ খাদ্যসামগ্রী আগাম গোডাউনে পৌঁছে দেওয়ার কারণেই এই সমস্যা হয়েছে। দীর্ঘদিন ধরে গোডাউনে মজুত থাকায় ইঁদুরেও অনেক ক্ষতি করেছে। বিষয়টি প্রশাসনিক স্তরে জানানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

এই মুহূর্তে

x