17.9 C
Durgapur
Wednesday, January 27, 2021

স্কুল পরিদর্শকের দ্বারস্থ পশ্চিমবঙ্গ ICT স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার এসোসিয়েশন

মনোজিৎ গোস্বামী , কাঁকসা: ৪ দফা দাবিতে কাঁকসার স্কুল পরিদর্শকের (School Inspector) কাছে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ ICT স্কুল কো অর্ডিনেটর ওয়েলফেয়ার এসোসিয়েশন।

সংগঠনের সদস্যরা জানান, এই মুহূর্তে কাঁকসা ব্লকের বিভিন্ন স্কুলে ১৫ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা এজেন্সির মাধ্যমে এক এক স্কুলে কম্পিউটার শিক্ষক হিসেবে নিযুক্ত।

তাদের প্রধান দাবি, এজেন্সি মুক্ত করে তাদের সরাসরি সরকারি চুক্তি মূলক পদে বহাল করতে হবে । পাশাপাশি উপযুক্ত সাম্মানিক প্রদান সহ কম্পিউটারকে পড়াশোনার সিলেবাসের অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
এছাড়াও বাংলার শিক্ষা অনলাইন পোর্টালে শিক্ষক শিক্ষিকাদের নাম ও কম্পিউটার বিষয়ের অন্তর্ভুক্তিকরণ করার আবেদন জানানো হয় এই সংগঠনের তরফে ।

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink ko cuce