15.4 C
Durgapur
Friday, January 22, 2021

বনকাটি গ্রাম পঞ্চায়েতে প্রধান বনাম সদস্যদের কাজিয়া অব্যাহত , বিডিওর কাছে নালিশ

মনোজিৎ গোস্বামী ,কাঁকসা: বনকাটি পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে বৃহস্পতিবার কাঁকসা বিডিওর দ্বারস্থ হন ৯ জন পঞ্চায়েত সদস্য। শুক্রবার সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা বিডিওর দ্বারস্থ হলেন খোদ বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান।

গতকাল পিন্টু বাগদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ৯ জন পঞ্চায়েত সদস্য কাঁকসার বিডিওর দ্বারস্থ হন। এবার সেই কর্মী তথা পঞ্চায়েত সদস্যদের তোলা অভিযোগ অস্বীকার করে সমস্ত তথ্য প্রমাণ সহ বিডিওর দ্বারস্থ হলেন পিন্টু বাগদি।

পঞ্চায়েত প্রধান জানান , গতকাল যারা বিডিওর কাছে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তারাই দীর্যদিন ধরে পঞ্চায়েতে নিজেদের মনমর্জি চালিয়ে আসছেন । তার যথেষ্ট প্রমাণ তিনি বিডিওর কাছে জমা দিয়েছেন বলে জানান ।এই প্রসঙ্গে বিবেচনা করার দায়িত্ব তিনি দলের হাতে তুলে দিয়েছেন

পঞ্চায়েতে প্রধান বনাম সদস্যদের দ্বন্দ্ব (Conflict) এইভাবে প্রকাশ্যে চলে আসায় চাপে পরে গেছে শাসকদল। যদিও পঞ্চায়েতের অভ্যন্তরের এই কাজিয়া (Conflict) নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি কাঁকসার বিডিও।

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink ko cuce