ডিজিটাল ডেস্ক, জেলার খবর, দঃদিনাজপুর : উওরপ্রদেশের হাথরাসে ২২ বছরের এক দলিত যুবতীর ওপর ঘটে যাওয়া নারকীয় অত্যাচারের ঘটনার (hathras case) প্রতিবাদে যখন কংগ্রেসের কেন্দ্রীয় দল নিজেদের বিরোধ প্রদর্শনে ব্যস্ত, তখন এই সুযোগের সদ্ব্যবহার কি আর পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতৃত্ব না করে ? রবিবার কংগ্রেসের ছাত্র-পরিষদের পক্ষ থেকে এই ঘটনার (hathras case) প্রতিবাদে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিল জেলার গোপালগঞ্জ থেকে কুমারগঞ্জ অবধি চলে।
পাশাপাশি কুমারগঞ্জ,গঙ্গারামপুর,মেদিনীপুর সহ পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ধর্ষণ কান্ডে জরিতদের শাস্তি ও ধর্ষিতার পরিবার যেন সঠিক বিচার পায় তারও দাবি রাখা হয় এই মিছিলের থেকে। এই মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেসের ছাএপরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ,রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শংকর মজুমদার,কুমারগঞ্জ ছাত্রপরিষদের সভাপতি কানাই সরকার, যুব সভাপতি মদন সরকার, যুব নেতা মলয় বর্মন ,ছাএপরিষদের সহ- সভাপতি শাহজাহান আলী সহ আরও অনেকে।