19.8 C
Durgapur
Friday, January 22, 2021

সফরের দিনেই রাজ্যপালের নামে বিতর্কিত পোস্টার আলিপুরদুয়ারে

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: রাজ্যপাল-রাজ্য সরকার সংঘাত নতুন নয়। রাজ্যের সাংবিধানিক পদে বসার পর থেকেই একাধিক ইস্যুতে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে সংঘাত বেঁধেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।

তবে এবার রাজ্যপালের নামে বিতর্কিত পোস্টার পড়লো আলিপুরদুয়ারে (Alipurduar) । তৃণমূলের নাম দেওয়া হয়েছে ওই পোস্টার। শুক্রবার আলিপুরদুয়ারের (Alipurduar) বিন্দিপাড়া এলাকায় দেখা যায় এমন পোস্টার।

এদিন সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচি মতোই লাদাখ হামলায় শহিদ বিপুল রায়ের বাড়ি আলিপুরদুয়ারের (Alipurduar) বিন্দিপাড়ায় সস্ত্রীক যান রাজ্যপাল জগদীপ ধনকর। সেই পথেই দেখা যায় বিতর্কিত এই পোস্টার।

পোস্টারে লেখা , “পঙ্গপাল রাজ্যপাল। নির্লজ্জ বিজেপির দালাল। কোথায় ছিল এতকাল। জবাব চাই। জবাব দাও।” বিতর্কিত এই পোস্টারের নিচে তৃণমূলের নাম উল্লেখ রয়েছে। যদিও তৃণমূলের কেউ এই ঘটনায় জড়িত নয় বলে জানিয়েছে শাসকদল । তবে রাজ্যের সাংবিধানিক প্রধানের নামে এইভাবে পোস্টার পড়ায় নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink ko cuce