29.2 C
Durgapur
Sunday, October 25, 2020

ভাদু পুজোর গানে করোনা সচেতনতার বার্তা

নরেশ ভকত ,বাঁকুড়াঃ রাঢ় বাংলার অন্যতম লোক উৎসব ভাদু (Bhadu Puja) । সেই ভাদু পুজোর গানে এবছর উঠে এল করোনা সচেতনতার বার্তা। সাধারণত বাঁকুড়া, পুরুলিয়া ও মেদিনীপুরে এই ভাদু পুজোর চল রয়েছে। এক সময় অবশ্য এই লোক উৎসবের প্রচলন ছিল খুব বেশি। প্রতিটি পাড়ায় বেশ জাঁক জমক করে হতো,তবে বর্তমানে হারিয়ে যেতে বসেছে এই প্রাচীন লোক উৎসব।

সাধারণত, ভাদ্র মাসে ভাদুর মূর্তি বাড়িতে এনে সারা মাস ধরে ভাদুর পুজো (Bhadu Puja), বিভিন্ন লোকগান করা হয় । এরপর ভাদ্র সংক্রান্তিতে অর্থাৎ ভাদ্র মাসের শেষ দিনে হয় ভাদুর জাগরণ। প্যান্ডেল করে সেখানে রাখা হয় ভাদুকে ,দেওয়া হয় বিভিন্ন রকম প্রসাদ। মহিলারা সেখানে সমবেত হয়ে সারারাত ধরে বিভিন্ন ধরণের গান, নাচ করেন । সকালে স্থানীয় পুকুর বা নদীতে দেওয়া হয় ভাদুর বিসর্জন।

ভাদুর গানের বিষয়গুলি হয় সাধারণত রামায়ণ বা মহাভারতের বিভিন্ন ঘটনাকে অবলম্বন করে। আবার স্থানীয় প্রচলিত রীতি বা স্থানীয় কোন বিষয়কে ছড়ার আকারে লিখেও ভাদু গান তৈরী করে গাওয়া হয়। এই গানের মধ্যে যেমন বিভিন্ন শিক্ষনীয় বিষয় থাকে, তেমনি থাকে পুরান, মহাভারত আবার থাকে আমোদ প্রমোদের বিষয়ও। এবার বাঁকুড়ার সিমলাপাল ব্লকের রামগড় গ্রামে ভাদুর গানে উঠে এল করোনা সচেতনতা।

লক্ষীসাগর,সিমলাপাল, রামগড় পোড়াবাড়ি, পুখুরিয়া, খাতড়া,সারেঙ্গা,রাইপুরের বিভিন্ন এলাকায় এখনো প্রচলন রয়েছে হারিয়ে যেতে বসা এই প্রাচীন লোকরীতি।

এই মুহূর্তে

দুর্গাপুজো উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বস্ত্র বিতরণ

নরেশ ভকত, বাঁকুড়াঃ বাঙালির মহা উৎসব দুর্গাপুজো (Durgapuja) । এই দুর্গাপুজো বছরে একবারই আসে। আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করেই বাঙালিরা মেতে ওঠেন...

করোনার কারণে ৩০০ বছরের ঐতিহ্যেও কাঁটছাট

সোমনাথ মুখার্জী,গৌরবাজার: গৌরবাজারে মাঝপাড়ার দুর্গাপুজো (Durga Puja) ৩০০ বছরের বেশি প্রাচীন বলে স্থানীয় সূত্রে জানা যায়। দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার গ্রামের মাঝপাড়ার...

কোতুলপুর উত্তরপল্লী অধিবাসীবৃন্দের পুজোয় মাতেন উভয় সম্প্রদায়ের মানুষ

নরেশ ভকত, বাঁকুড়াঃ করোনা মোকাবিলায় সমস্ত রকমের সাবধানতা অবলম্বন করে কোতুলপুর উত্তর পল্লী অধিবাসীবৃন্দ পুজোর (Durga Puja) শুভ সূচনা হলো। এই পুজো...

সপ্তমীর সকালে নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে শুরু হল দুর্গোৎসবের

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: আজ, মহাসপ্তমী। পুজোর (Durga Puja) শুরু। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে  রীতি মেনে নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে শুরু হল সপ্তমীর...

কাঁকসার অভিনন্দন পূজা কমিটির দুর্গাপুজোর উদ্বোধন করলেন সাংসদ সুনীল কুমার মন্ডল

নিজস্ব প্রতিনিধি , কাঁকসা: মহাষষ্ঠীর সন্ধ্যায় উদ্বোধন হল কাঁকসার (Kanksa) অভিনন্দন পূজা কমিটির দুর্গাপুজো। ফিতে কেটে পুজোর উদ্বোধন করলেন পুজো কমিটির সভাপতি...

পুজো পরিক্রমা ২০২০ ; আসানসোল

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: করোনা আবহে পুজো তাই একাধিক বিধি নিষেধ মাথায় রেখে পুজোর আয়োজন করেছেন উদ্যোক্তারা। উৎসবের মরসুমে কোনোভাবেই মহামারী যাতে...

বাংলার ১০ টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: দিল্লি থেকে বাংলার দশটি পুজোর ভার্চুয়াল উদ্বোধন (Inaugurate) করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ প্রধানমন্ত্রীর এই ভার্চুয়্যালি উদ্বোধনী (Inaugurate)...

পোশাক থেকে বক্তব্য, ষষ্ঠীর সকালে ‘খাঁটি’ বাঙালি হলেন নরেন্দ্র মোদী

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: মহাষষ্ঠীর সকালে সল্টলেকের ইজেডসিসির পুজো ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) । এই পুজোর...
x