27.4 C
Durgapur
Monday, June 21, 2021

করোনা আতঙ্ক ! বাড়িতেই কৃত্রিম জলাশয় বানিয়ে ছট পালন করলেন ব্রতীরা

নিজস্ব সংবাদদাতা, আসানসোল: করোনা আবহে অন্যান্য উৎসব অনুষ্ঠানের মতো ছট পুজো পালনেও নির্দিষ্ট বিধি নিষেধ আরোপ করেছে কলকাতা হাইকোর্ট। শারীরিক দূরত্ব বজায়, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করে ব্রতীদের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নিয়ম মেনেই রাজ্য জুড়ে পালিত হচ্ছে ছট পুজোর বিধি।

নিয়ামতপুরে বিষ্ণু বিহার এলাকায় কৃত্রিম জলাশয় বানিয়ে সেখানে ছট পুজোর বিধি পালন করলেন ব্রতীরা। স্থানীয় বিশাল গুপ্তার পরিবার আদালতের নির্দেশকে সম্মান জানিয়ে নিজের বাড়ীর ছাদের উপর কৃত্রিম (Artificial) জলাশয় বানিয়ে ছট পুজোর আয়োজন করেন । একইভাবে আসানসোলে বিভিন্ন জায়গায় নিজেদের বাড়ীতে কৃত্রিম (Artificial) জলাশয় বানিয়ে এবছর ছট পুজোয় সামিল হয়েছেন ছট ব্রতীরা ।

একদিকে যখন আদালতের নির্দেশ মেনে এক শ্রেণীর মানুষ বাড়িতে ক্রিয়াট্রিম জলাশয় বানিয়ে ছট পুজো পালন করছেন তখন ভিন্ন ছবি দেখা গেল শিল্পাঞ্চলের অন্যত্রও ।

এলাকার বিভিন্ন পুকুর, নদীর ঘাটে ছট পুজো কমিটি এবং প্রশাসনের তরফে শারীরিক দূরত্ব বিধি পালনের প্রচার ও ছট ব্রতীদের সাথে আসা আত্মীয় পরিজনদের মধ্যে মাস্ক বিলি করা হলেও সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুর এবং নদীতে বিনা মাস্কে ভিড় করে পুজোয় সামিল হলেন ব্রতীরা। ছট ব্রতীদের সাথে আসা আত্মীয় পরিজনদেরও বিনা মাস্কে জটলা করতে দেখা যায়।

এই মুহূর্তে

x