13 C
Durgapur
Saturday, January 23, 2021

করোনা সংক্রমিত আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: করোনা আক্রান্ত আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। আপাতত হোম আইসোলেশন রয়েছেন তিনি ।

জানা গেছে, গত দুদিন ধরে জ্বরে ভুগছিলেন মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। সেই কারণে শুক্রবারই করোনার র্যাপিড টেস্ট করান। শনিবার রিপোর্ট পজিটিভ আসে।চিকিৎসকের পরামর্শ মেনে আপাতত হোম আইসোলেশনে তিনি । জ্বর ছাড়া অন্য কোনো সমস্যা না থাকায় বাড়িতেই রাখা হয়েছে তাঁকে। শারীরিক অবস্থার দিকে নজর রেখেছেন ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীরা।

অন্যদিকে গত কয়েকদিনে মেয়রের সংস্পর্শে যারা যারা এসেছেন তাঁদেরও খোঁজ করা হচ্ছে। তাদের সকলের করোনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

তবে দেশের পাশাপাশি বাংলার করোনার সংক্রমণও ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে । গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ।

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink ko cuce